গঙ্গায় ডুবে মৃত্যু হলো এক ছট পুণ্যার্থী মহিলার।রবিবার দুপুরে হাওড়ার শিবপুর লেডিস ঘাটে এই দুর্ঘটনার জেরে শোকের ছায়া নেমে আসে ।
জানা গিয়েছে, এদিন দুপুর প্রায় সোয়া ১টা নাগাদ শিবপুর লেডিস ঘাটে ওই মহিলা পুজো দিচ্ছিলেন। পুজো দিতে গঙ্গায় নামেন। সেই সময় জোয়ার ছিল। পুজো দেওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গঙ্গায় পড়ে যান। জানা গেছে ঘাটে উপস্থিত রোহিত সাউ নামে স্থানীয় এক ছেলে গঙ্গায় নেমে বাঁচানোর চেষ্টা করেন। ইতিমধ্যে ওই মহিলার দেহ ভাসতে ভাসতে প্রায় ৯০০ মিটার দূরে অন্য একটি ঘাটের কাছে যায়। রোহিত সাঁতরে সেখানে পৌঁছোয়।
সেখান থেকে এই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।চিকিৎস্যকেরা মৃত বলে ঘোষনা করেন ।ওই মহিলার কোনও পরিচয় পাওয়া যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।
Author: ekhansangbad
Post Views: ১১৩