পঞ্চায়েত নির্বাচনের আগে ধাক্কা খেল শাসক দল তৃনমূল।পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের বরদাবাড় সমবায় সমিতির নির্বাচনে বাম-কংগ্রেস প্রগতিশীল মোর্চা বড় সাফল্য পেল ।
বরদাবাড় সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে গত কয়েক দিন ধরে উত্তেজনা চরমে ছিলো।বাম-কংগ্রেস প্রগতিশীল মোর্চার দখলে থাকা এই সমবায় সমিতি নিজেদের দখলে আনতে মরিয়া ছিলো শাসক দল ।
সমিতির মোট ৪৩ টি আসনের মধ্যে বাম- কংগ্রেস প্রগতিশীল মোর্চা পায় ৩৮ টি আসন।তৃণমূল কংগ্রেস পায় ৪ টি আসন এবং প্রথমবার বিজেপি খাতা খোলে ১ টি আসনে।
জানা গেছে মোট ভোটার ছিলো ১০৬৭ টি।মোটের ওপর প্রায় ৯৫ শতাংশ ভোট পড়ে।মূলত এলাকার দীর্ঘদিনের কংগ্রেস নেতা সুরজিৎ মাইতির নেতৃত্বে এলাকায় কংগ্রেসের প্রাধান্য দীর্ঘদিনের।মূলত কংগ্রেস নেতা সুরজিৎ মাইতির নেতৃত্বে এবারের ভোট প্রক্রিয়া চলে।শেষমেষ বিগত নির্বাচনের মতোই ফের জয়লাভ করলো বাম- কংগ্রেস জোট।