Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। ছোট হাতি ও মোটর বাইকের ধাক্কায় আহত ২ ।।

প্রদীপ কুমার সিংহ :- ছোট হাতি ও মোটরবাইকের ধাক্কায় আহত হলেন ২ জন। আহত ব্যক্তির নাম রহমত আলী শেখ (২৮) ও রহিমা বিবি (৫২)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলা সোনাখালীতে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত রামনগর এলাকায় রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ।

আহত ব্যক্তির সাংবাদিককে বলেন রবিবার সকালে সোনাখালী থেকে মোটরবাইক করে তিনজন বারুইপুরে ফুলতলা বিশালক্ষি তলা দিকে আসছিল রুইমা বিবির দাদার বাড়িতে। মোটর বাইকে ছিল রহমত আলীর মা রহিমা বিবি ও তার ভাই রহিম শেখ। রাস্তা ফাঁকা ছিল রহমত আলী বাইক চালাচ্ছিলেন সেই সময়ে ক্যানিংয়ের দিক থেকে একটা ছোট হাতি গাড়ি এসে পিছন দিক থেকে রামনগরে কাছে মোটরবাইকে ধাক্কা মেরে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে মোটরবাইকে থাকার তিনজনই রাস্তায় পড়ে যায়।



রহিমা বিবি ও বড় ছেলের আঘাত লাগে ছোট ছেলের আঘাত লাগেনি। তাদেরকে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানীয় বাসিন্দারা নিয়ে আসে। রহমত আলীর মাথায় কপালে মুখে ও হাঁটুতে আঘাত লাগে তার মায়ের দুহাতের কুনুতে চোট লাগে। বারুইপুর হাসপাতালে চিকিৎসক রহমত আলী মাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয় রহমত আলীকে মাথার স্ক্যান ও এক্সরে করার পরামর্শ দেন। রহমত আলী এখন বারুইপুর হাসপাতালে চিকিৎসাধীন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read