Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। কে শুভেন্দু? পূর্ব মেদিনীপুরের দায়িত্ব পেয়ে প্রশ্ন কুনাল ঘোষের ।।

কে শুভেন্দু? মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে ওর কি অস্তিত্ত্ব থাকত!শুভেন্দু অধিকারীর গড়ে আসন্ন পঞ্চায়েত ভোট ও হলদিয়া পুর নির্বাচনের দায়িত্ব পেয়েই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধীকারীকে আক্রমন সানালেন কুনাল ঘোষ।

মঙ্গলবার থেকেই তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষকে বিশেষ দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে দল ।দলের গুরুদায়িত্বের খবরের সত্যতা স্বীকার করে নিলেও শুভেন্দুকে ‘বড় নেতা’ হিসেবে মানতে নারাজ কুণাল৷

দলীয় সূত্রে খবর, জেলা ও ব্লক কমিটির সঙ্গে সমন্বয় রক্ষা করবেন কুণাল ঘোষ। এদিন নতুন দায়িত্ব পাওয়ার পর সকালেই পূর্ব মেদিনীপুরের উদ্দেশে রওনা দেন তিনি।এখন থেকে সপ্তাহে দু-তিন দিন পূর্ব মেদিনীপুরেই থাকবেন কুণাল। 



দলীয় সুত্রে আরো জানা গেছে হলদিয়ায় একটি বাড়ি দলের তরফে ভাড়া নেওয়া হচ্ছে কুনালের থাকার জন্যে৷ যা দেখে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পঞ্চায়েত ভোটের আগে পূর্ব মেদিনীপুরকে বাড়তি গুরুত্ব দিতে চাইছে তৃণমূল৷ উদ্দেশ্য একটাই, শুভেন্দুর স্নায়ুর চাপ আরও বাড়ানো৷

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read