আর কয়েক মাস পরে পঞ্চায়েত নির্বাচন,আর তার আগেই নির্মিয়মান বাড়ির সামনে বোম উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নন্দীগ্রামে।
নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার টোটন গিরি নামে এক ব্যক্তির অর্ধনির্মিত পাকা বাড়ির ব্যালকনির সামনে সকালবেলা দেখতে পান বোমের মতন দেখতে দড়ি দিয়ে কুন্ডলি পাকানো একটি বড় কিছু একটা পড়ে আছে। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
তবে এটা বোমের মতন দেখতে হলেও বোম কিনা তা নন্দীগ্রাম থানার প্রশাসন খতিয়ে দেখছে।
Author: ekhansangbad
Post Views: ৭৩