কোভিড ভীতি কাটিয়ে দীর্ঘ দু-বছর পরে এবছর বছর উৎসবে মেতে উঠেছে আপামর বাঙালি। বাঙালি তার প্রাণের উৎসবের আনন্দটুকু চেটে পুটে নিতে ফাঁক রাখছে না এতটুকু। নারায়ন পুজোর উদ্ধোধন হয়ে গেল পটাশপুরে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা।
এ বছর পটাশপুরের বড়উদয়পুর বিবেকানন্দ সেবক সংঘের পুজো ২৮ তম বর্ষে পদার্পণ করেছে। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে এই নারায়ন পুজোর শুভ উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক।
এছাড়াও ছিলেন সমাজসেবী বিজনবন্ধু বাগ, স্বপন মাইতি সহ অন্যান্যরা। এদিন এই উদ্ধোধনী মঞ্চ থেকে প্রায় ৫০ জনের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়।
সংস্থার পক্ষ থেকে জানান হয়ে, এবছরে তাদের বাজেট রয়েছে প্রায় ৫ লক্ষ টাকা । বুধবার থেকে শনিবার ৪ দিন ব্যাপী পুজোর আয়োজনে রয়েছে বস্ত্র বিতরণ, সাংস্কৃতিক ক্রিড়া প্রতিযোগিতা, কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা, সাংস্কৃতিক সন্ধ্যা সহ একাধিক সামাজিক কর্মসূচি।
প্রতন্ত গ্রামঞ্চলের মধ্যে নজরকাড়া এমন জাঁকজমকপূর্ণ পুজো দেখতে পাশ্ববর্তী এলাকা থেকেও পুজোর প্রতিদিনই প্রায় দশ থেকে বারো হাজার মানুষের ঢল নামবে বলে মনে করছেন উদ্যোক্তারা।