Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।।ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ১১তম আন্তর্জাতিক প্লাস্টইন্ডিয়া সম্মেলন ।।

ইন্দ্রজিৎ আইচ

প্লাস্ট ইন্ডিয়া ফাউন্ডেশন আগামী বছরের ১ থেকে ৫
ফেব্রুয়ারি নয়া দিল্লি প্রগতি ময়দানে আয়োজন করতে চলেছে ১১ তম আন্তর্জাতিক প্লাস্টিকস প্রদর্শনী,
সম্মেলন ও অধিবেশন প্লাসট ইন্ডিয়া ২০২৩।

সম্প্রতি আইটিসি রয়াল বেঙ্গল হোটেলে এক সাংবাদিক সম্মেলনে প্লাস্ট ইন্ডিয়া ফাউন্ডেশন প্রেসিডেন্ট
জিগীশ দোষী জানালেন নিউ দিল্লির প্রগতি ময়দান ৪’২ মিলিয়ন বর্গফুট। এই ময়দানে ১৫০ একর স্থান নিয়ে এই ৫ দিনের প্লাস্ত ইন্ডিয়া ২০২৩ অনুষ্ঠিত হবে।

প্লাস্টিক শিল্পের প্রচার, প্রসার, উৎপাদন, এই শিল্পের অগ্রগতি, কর্মর সুযোগ, আন্তর্জাতিক ব্যাবসা, নতুন প্রযুক্তি, এই শিল্পে দক্ষ মানুষের যোগদান, প্লাস্টিকের রপ্তানি বৃদ্ধি, প্লাস্টিকের রপ্তানি বৃদ্ধি, প্রদর্শনী, প্রগতির অনুঘটকের কাজ এই বিষয় গুলি নিয়ে এই পাঁচ দিনের সেমিনার এ আলোচনা হবে।

এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিল্প বাণিজ্য দপ্তরের সচিব বন্দনা যাদব, আই এ এস এর চেয়ারম্যান অশোক গোয়াল, অর্থ দপ্তরের কমিশনার খালিদ আজিজ আনোয়ার ও এন ই সি র চেয়ারম্যান অজয় শাহ প্রমুখ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read