শুক্রবার সকালে বোলপুরের একটি লটারির দোকানে হানা দিলেন সিবিআই আধিকারিকেরা।গরু পাচার মামলার তদন্তে নেমে এর সাথে লটারির কোন যোগসুত্র আছে কিনা খতিয়ে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দারা।
গত বুধবার বোলপুরের একটি লটারির দোকানের মালিক বাপি গঙ্গোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। সেই সময় তিনি নিজাম প্যালেসে হাজিরাও দিয়েছেন। পরবর্তীতে রতনকুঠিতেও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে হয় তাঁকে। শুক্রবার সকালে বোলপুরের অন্য একটি লটারির দোকানে হাজির হন সিবিআই আধিকারিকরা। দীর্ঘক্ষণ কথা বলেন এবং কিছু নথি নিয়ে যান বলেই খবর।
প্রসঙ্গত
চলতি বছরের জানুয়ারিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ছবি। সেখানে দেখা যায়, লটারিতে ১ কোটি টাকা জিতেছেন অনুব্রত মণ্ডল। প্রথমে এই টাকা প্রাপ্তির কথা স্বীকার না করলেও পরে ঘটনাটা সত্য বলে তিনি জানান।
Author: ekhansangbad
Post Views: ১১৩