Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। প্রতারণার বিরুদ্ধে ভগবানপুরে ব্যাংকে ঋণগ্রহীতাদের বিক্ষোভ ।।

গ্রাহকদের সাথে প্রতারণা, কৃষিঋন গ্রাহকদের উপর অন্যায় জুলুম ও গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে অবৈধভাবে টাকা কেটে নেওয়ার প্রতিবাদে ভগবানপুরের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিভীষণপুর শাখায় বিক্ষোভ দেখালো গ্রাহকেরা।



পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ ব্লকের “প্রতিবাদী মঞ্চে”র আহবানে শুক্রবার ব্যাংকের শাখায় প্রায় দু শতাধিক কৃষি ঋন গ্রহীতা সকাল থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন।

কর্মসূচিতে নেতৃত্ব দেন মঞ্চের সভাপতি বুদ্ধদেব রায় চৌধুরী, সম্পাদক আজিজুর রহমান, অজিত ভুঁইয়া, রঞ্জিত গিরি প্রমূখ।

আন্দোলনের সমর্থনে বক্তব্য রাখেন ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের রাজ্য সম্পাদক গৌরী শংকর দাস,কিষান ও ক্ষেতমজদুর সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক জগদীশ সাউ, শচীন মান্না প্রমুখ।


অবস্থান-বিক্ষোভের পরিপ্রেক্ষিতে তমলুক থেকে ওই ব্যাংকের উচ্চ আধিকারিকেরা এসে মঞ্চের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে ঋণগ্রহীতাদের ‘নো ডিউজ’ সার্টিফিকেট দেওয়া হবে বলে আশ্বাস দেন। ব্যাংকের অন্য কোন এ্যাকাউন্ট থেকে টাকা কাটা হবে না বলেও প্রতিশ্রুতি দেন।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৮ সালে বন্যার পর কৃষকদের পঞ্চাশ হাজার টাকা কিষান ক্রেডিট কার্ড মারফত লোন প্রদানের কথা ঘোষণা করে ওই ব্যাংকের শাখা আড়াই হাজার থেকে পাঁচ হাজার টাকা লোন দিয়ে বাকিটা ফিক্সড ডিপোজিটে রাখার আশ্বাস দেন। ৯ বছর পর ২০১৭ সালে নূতন ম্যানেজার এসে ওই কৃষকদের সুদে আসলে টাকা ফেরত দেওয়ার ফরমান জারি করে। ওই সময় ঋণী কৃষকরা আন্দোলন গড়ে তুললে ব্যাঙ্ক ম্যানেজার তাদের ত্রুটির কথা স্বীকার করে অবৈধ ঋণ মুকুব করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সম্প্রতি ফের নতুন ম্যানেজার এসে আবার গ্রামে গ্রামে ফড়ে-এজেন্ট পাঠিয়ে গ্রাহকদের নানা প্রকার ভীতি প্রদর্শন করে ওই টাকা সুদে-আসলে দিতে বাধ্য করছে বলে অভিযোগ।

মঞ্চের সভাপতি বুদ্ধদেব রায় চৌধুরী ঋণ গ্রহীতাদের এই আন্দোলনকে সঙঘবদ্ধ আন্দোলনের জয় হিসেবে অভিহিত করে আগামী দিনে এই সমস্ত ধরনের প্রতারণার বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read