পূর্ব মেদিনীপুর জেলার সোয়াদিঘি-টোপা ড্রেনেজ- পুটিমারি-দেহাটী-পায়রাটুঙি সহ বিভিন্ন নিকাশি খালগুলি সংস্কার, বিভিন্ন নিকাশী খালের উপর ভগ্ন কাঠের ও কংক্রিটের ব্রিজগুলি মেরামত ও পুনর্নির্মাণ, কোলাঘাটে রূপনারায়নের নদীবাঁধের ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ কয়েক দফা দাবিতে আজ পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙ্গন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে তমলুকে জেলার সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারকে ডেপুটেশন ও স্মারকলিপি দেওয়া হয়।
অন্যান্য দাবিগুলির মধ্যে অন্যতম হল-জেলার দুবদা বেসিন, বারচৌকা বেসিন ও দেনান দেহাটি জলনিকাশি প্রকল্পগুলির অন্তর্গত খালগুলি পূর্ণ সংস্কার করে স্কীমের পূর্ণাঙ্গ রুপায়ন, নদীর চরে থাকা বেআইনি ইটভাটা, মাছের ভেড়ি সহ জলনিকাশীতে বাধাসৃষ্টিকারী অবৈধ নির্মাণ অবিলম্বে অপসারণ প্রভৃতি।
প্রতিনিধিদলে ছিলেন কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, সম্পাদক মন্ডলীর সদস্য প্রশান্ত সামন্ত প্রমুখ।
জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করেন, গত ২০২১ সালে জেলায় ভয়াবহ জলবন্দী পরিস্থিতির পর আজো কোন খাল সংস্কারে সেচ দপ্তর হাত দেয়নি।
এমনকি জেলা প্রশাসনের দেওয়া নদীর চরে থাকা বেআইনি ইটভাটা, মাছের ভেড়ি, অবৈধ নির্মাণ অপসারণের প্রতিশ্রুতিও পালন করা হয়নি।