উৎসব মরসুম শেষ হতে না হতেই দুর্নীতি কান্ডে বড়সড় পদক্ষেপ কাঁথি পুলিশের।হিন্দুদের শেষকৃত্যের অন্তিমস্থল শ্মশানের জমি বে আইনী ভাবে দখল করে স্টল নির্মান কান্ডে গ্রেফতার হলেন বিজেপি নেতা রামচন্দ্র পণ্ডা।তাঁর স্ত্রী শিউলী পন্ডা গত পৌরসভা নির্বাচনে কাঁথির ১৫ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থী ছিলেন।তবে কাঁথিতে রামচন্দ্র পণ্ডা পরিচিত অধিকারী পরিবারের ঘনিষ্ট হিসাবে।
কাঁথি শহরের রাঙামাটি শ্মশান স্টল দুর্নীতির মামলায় রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছোট ভাই বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীর ঘনিষ্ঠ রামচন্দ্র পিন্ডাকে শুক্রবার সন্ধ্যা ৭ টা নাগাদ গ্রেফতার করল কাঁথি থানার পুলিশ।বিজেপির কাঁথি নগর মন্ডলের সাধারন সম্পাদক রামচন্দ্র পণ্ডা পেশায় ঠিকাদার ।
সৌমেন্দু অধিকারী কাঁথি পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন রাঙামাটি শ্মশানের জমি দখল করে স্টল নির্মাণের ঠিকাদার ছিলেন তিনি। স্টল নির্মাণ নিয়ে বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছে ।
শ্মশানের জমি বে আইনী ভাবে দখল করে স্টল নির্মান দুর্নীতি নিয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছিল কাঁথি থানার তদন্তকারীরা।তার মধ্যেই এই গ্রেফতারের ঘটনায় আলোড়ন পড়েছে কাঁথি শহরে। তবে এই গ্রেফতারির প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে রাজি হননি কাঁথি থানার তদন্তকারীরা।