ফের দিঘা মোহনায় এলো দৌত্যাকার তেলিয়াভোলা মাছ ।যার বাজার মুল্য প্রায় ৩০ লক্ষ টাকা ।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির ট্রলার মালিক বিবেক করন।এই মালিকের ধরনী নামের একটি ট্রলারে উঠে আসে এই বিশাল আকারের মাছ। শনিবার সকালে দিঘা মোহনায় কেপিএস এর মাছের আড়তে এই মাছ নিয়ে আসে বিক্রি করার জন্য।
স্থানীয় সুত্রে জানা গেছে এই বিশালাকার তেলিয়া ভোলা মাছের ওজন ৩৬ কেজি। প্রতি কেজি আট হাজার করে এই মাছ বিক্রী হয়েছে বলে মৎস্যজীবিদের থেকে জানা গেছে
Author: ekhansangbad
Post Views: ১২১