Select Language

[gtranslate]
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

।। শুভেন্দু অনুগামী তাপস মাঝি শুভেন্দুর হাত ধরে বিজেপিতে ।।

শুক্রবার নন্দীগ্রামে কুনাল ঘোষের হাত ধরে জয়দেব দাস সহ এলাকার ৩৩ জন বিজেপি নেতৃত্ব রাজ্যের শাসক দল তৃনমূলে যোগদান করে ।শনিবার রাত্রে দেশপ্রাণ ব্লকে জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের হাত ধরে বহু বিজেপি নেতৃত্ব তাঁদের সমর্থকদের নিয়ে তৃনমূলে নাম লেখায়।এর পাল্টা দিলেন শুভেন্দু অধিকারী।পটাশপুর ১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি তাপস মাঝি এবং আরো কিছু জনের হাতে বিজেপির পতাকা তুলে দিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তৃনমূল অবশ্য গুরুত্ব দিতে নারাজ।নিজের রাজনৈতিক গুরুত্ব টিকিয়ে রাখতে শুভেন্দুর এটা আই ওয়াশের চেষ্টা বলেও দাবি রাজ্যের শাসক দল তৃনমূলের।



রবিবার পটাশপুরের মংলামাড়োতে সভা করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।বিজেপির অন্যান্য নেতৃত্বরাও এই সভায় উপস্থিত ছিলেন।সেখানেই তাপস মাঝি সহ আরো কয়েকজন বিজেপিতে যোগদানের কথা ঘোষনা করা হয় ।শুভেন্দু তার ভাষনে রাজ্য সরকারকে তীব্র আক্রমন করেন ।পাশাপাশি তাঁর দাবি পটাশপুর সহ সারা পূর্ব মেদিনীপুর জেলা থেকে তৃনমূল আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সাফ হয়ে যাবে।বুথে প্রার্থী দেওয়ার লোক পাওয়া যাবেনা।



পটাশপুরের তৃনমূল নেতৃত্ব অবশ্য শুভেন্দু অধিকারীর কথার গুরুত্ব দিতে নারাজ।তাঁরা বলেন গত বিধানসভা নির্বাচন থেকে তাপস মাঝি মনে-প্রানে-কর্মে বিজেপিতেই আছে ।আর তাঁকে মঞ্চ বেঁধে বিজেপিতে নিচ্ছেন শুভেন্দু অধিকারী।এর থেকেই প্রমানিত গ্রামেগঞ্জে বিজেপির হাওয়া কেমন।

পটাশপুরের তৃনমূল বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক বলেন শুভেন্দু অধিকারী ২০২০ সালের ১৯ ডিসেম্বর বিজেপিতে যোগদানের পর থেকে তাপস মাঝি অবস্থান সারা পটাশপুর জানে ।সাধারন মানুষকে বোকা ভাবার কোন প্রয়োজন নেই ।পঞ্চায়েত নির্বাচনে ভোট যন্ত্রে এর উত্তর পেয়ে যাবেন শুভেন্দু বাবু ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read