পরিবার-বন্ধু-বান্ধবের সাথে সৈকত শহর দিঘায় বেড়াতে এসে নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়ে মৃত্যু হল এক পর্যটকের।এই ঘটনায় একজন পর্যটককে গ্রেফতার করেছে দিঘা থানার পুলিশ।
ঘটনার বিবরন গত ১৩ জুন পশ্চিম মেদিনীপুর এর সবং থেকে বাসে করে দিঘা বেড়াতে আসে ৫০ জনের একটি পর্যটকের দল। অভিযোগ এদিন সমুদ্রে স্নান করতে যাওয়ার সময় নিজেদের মধ্যে মারপিট এ জড়িয়ে পড়েন কয়েকজন।
এই মারামারির ঘটনায় পর্যটক দলের গৌতম দাস নামের এক সদস্য অসুস্থ হয়ে পড়েন।অসুস্থ এই পর্যটককে প্রথমে তাকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ও পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন ১৭ জুন তিনি মারা যান। পরিবারের তরফে গত ৭ আগষ্ট সবং থানায় ওই পর্যটক দলের ৫ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়।
সবং থানার পক্ষ থেকে এই মামলার ঘটনাস্থল দিঘা বলে স্থানীয় থানায় মামলাটি স্থানান্তরিত করা হয়। এরপরেই দিঘা থানার পুলিশ তদন্ত নেমে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সবং থেকে স্বপন দত্ত নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করে।
আজ বুধবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হবে। দীঘা থানার পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।