পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের ৬ নম্বর জাতীয় সড়কের দেউলিয়ায় দুর্ঘটনারোধে আন্ডারপাশ নির্মাণের কাজ দ্রুত শুরু ও পানশিলায় নির্মিত ফুলবাজার চালুর দাবীতে আজ পূর্ব মেদিনীপুর জেলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জেলা শাসক ও জেলা পরিষদের সভাধিপতিকে স্মারকলিপি দেওয়া হয়।
সমিতির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করেন, এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবীমত জাতীয় সড়ক কর্তৃপক্ষ জমি অধিগ্রহণ করে বাইপাস রাস্তা করলেও প্রায় দু বছর হল, এখনো আন্ডারপাশ নির্মাণের কাজে হাত দেয় নি।
অন্যদিকে জেলা প্রশাসন পানশিলায় নূতন করে ফুলবাজার তৈরি করলেও আজও তা চালু করা হয় নি।
Author: ekhansangbad
Post Views: ৬৮