পূর্ব মেদিনীপুরের মহিষাদলের মছলন্দপুরে অন্নপ্রাশনের অনুষ্ঠান থেকে পরিবেশ রক্ষার ডাক দিলো মাইতি পরিবার।
বাবা সুমনকুমার মাইতি ও অতসী মাইতির ছয় মাসের পুত্র সন্তান ময়ূখরাজ।সেই ছোট ময়ূখরাজের মুখে ভাতের অনুষ্ঠানে এসেছিলো প্রায় চারশ জন অতিথি।
অন্নপ্রাশনে আমন্ত্রিত ব্যক্তিরা কিছু না কিছু উপহার নিয়ে এসে শিশুকে আশীর্বাদ করেন।আর পরিবেশ বাঁচানোর লক্ষ্যে বাড়িতে নিমন্ত্রিত চারশো জন ব্যক্তিদের হাতে মাইতি পরিবার থেকে তুলে দেওয়া হয় বিভিন্ন ফল ও ফুলের চারা।
ময়ূখরাজ এর বাবা সুমন কুমার মাইতি ও মা অতসী মাইতি এবং তাঁদের পরিবার এর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
Author: ekhansangbad
Post Views: ১৫০