বৃহস্পতিবার রাত থেকে উত্তেজনা ছড়ালো নন্দীগ্রামে।অভিযোগ রাতের অন্ধকারে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভা মঞ্চ পুড়িয়ে দেয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। প্রতিবাদে শুক্রবার সকাল থেকে পথ অবরোধ শুরু করেছে তৃনমূল নেতৃত্ব।
গতকাল নন্দীগ্রামের তেখালি করপল্লীতে নন্দীগ্রামের সূর্যদের ১৫ বছর পূর্তি অনুষ্ঠান ছিল।এই সভাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ,রাজ্যের দুই মন্ত্রী অখিল গিরি,বিপ্লব রায় চৌধুরী সহ অন্যান্য তৃনমূল নেতৃত্ব ।আর সেই জায়গায় কিছুটা দূরে সভা করেছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী।যাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় সারা নন্দীগ্রাম জুড়ে ।
এর পরে বৃহস্পতিবার গভীর রাতে তৃণমূল কংগ্রেসের সব মঞ্চ পুড়িয়ে দেওয়ার অভিযোগ জানালেন প্রাক্তন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বদেশ দাস। এর জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে নন্দীগ্রাম এলাকায়। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে থানায় জানানো হয়েছে এবং পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে শাসক দল। বিজেপি একে তৃনমূলের গোষ্ঠী কোন্দলের ফল বলে দাবি করেছে। উল্লেখ্য গতকাল কুনাল ঘোষের সভায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে উঠে এসেছিল। যেখানে কুনাল ঘোষ সভামঞ্চে উপস্থিত ছিলেন তখনই শেখ সুফিয়ান কে কেন মঞ্চে তোলা হয়েছে তা নিয়ে কিন্তু দুই তৃণমূলের মধ্যে গোষ্ঠী কোন্দল চরম পর্যায়ে নেয় পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় কুনাল ঘোষকে।