বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে তৃণমূল যুব কংগ্রেসের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের মঞ্চ থেকে চাকরিপ্রার্থীদের আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে কটাক্ষ করে বিরোধীদের নিশানা করলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর তথা বিধায়ক অজিত মাইতি।
তিনি বলেন চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে আমি বলছি না, সবার চাকরি পাওয়ার অধিকার আছে। প্রতিটা জিনিসের একটা সিস্টেম আছে। নিয়ম মেনে সবাইকে সেই চাকরি পেতে হবে। একটা ভুল যদি হয়ে থাকে, যার রায় এখনো আদালত দেয়নি, সেই একই ভুল পুনরায় সরকার করতে পারেনা। সেই ভুল করানোর জন্য চাপ দিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে একদল লোক দিনের পর দিন পথ আটকে বসে থাকছে, সরকারকে ও পুলিশকে অপদস্ত করার চেষ্টা করছে, পুলিশকে কামড়ে দিচ্ছে। তার বিনিময়ে পুলিশ কামড়ে দেবে না তো কি রসগোল্লা ছুড়বে। হতে পারে।
অজিত মাইতি বলেন আমাদের সরকারের কোন ব্যক্তির বা নেতার ভুল হতে পারে। তার জন্য মাথা নত করে প্রায়শ্চিত্ত করব। এই শিক্ষার, নিয়োগের বিরুদ্ধে অবস্থানের নাম করে একটা বিড়ম্বনা তৈরি করার চেষ্টা চলছে। আমরা চাকরি প্রার্থীদের বিরুদ্ধে নয়, ওরা আমাদের বাড়ির ছেলে মেয়ে। কিন্তু কারো প্ররোচনায় ওরা অন্ধকার পথে হাঁটছে। ঠোকর খেয়ে পড়বেন। মনে রাখবেন আপনাদের জন্য অন্ধকারের মধ্যে একটা প্রদীপ জ্বালিয়ে নিশানা তৈরি করে রাখলাম। অন্ধকারে ঠোকর খেয়ে এই প্রদীপের নিশানা দেখে আসবেন, আমরা তৃণমূলের কর্মীরা বুকে তুলে নিয়ে ন্যায্য কোন পাওনা থাকলে সরকারের কাছে অনুরোধ করব।