Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। মওলানা আবুল কালাম আজাদের জন্ম দিবস পালন ।।

কাঁথি মহকুমা কংগ্রেস কার্যালয়ে মওলানা আবুল কালাম আজাদের জন্ম দিবস পালন করা হয়।
আজ ১১ নভেম্বর স্বাধীনতা সংগ্রামী ভারত, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের ১৩৫ তম জন্ম দিবস।



এই জন্ম দিবস উপলক্ষে আজ কাঁথি মহকুমা কংগ্রেস কার্যালয়ে তাঁর জন্ম দিবস এর আয়োজন করা হয়।

আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন বিধায়ক শৈলজা কুমার দাস। প্রথমে মাওলানা আবুল কালাম আজাদের প্রতিকৃতিতে মাল্য দানের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের সূচনা হয়।

প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রাক্তন বিধায়ক শৈলজা কুমার দাস। এবং তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন দীপক দাস, গঙ্গারাম মিশ্র, লিরিকা মুক্তার, শেখ এনামুল, রামচন্দ্র ত্রিপার্টি, প্রদীপ পানিগ্রাহী, রাজ দুলাল নন্দ, আক্তার আলি খান, রিতা জানা, শেখ ইমরান, নারায়ণ চন্দ্র পাল, তপন কুমার পড়িয়ালী, সুশীল পাত্র, রুহুল আলি খান প্রমূখ।

তার জীবনী নিয়ে বিস্তারিতভাবে আলোকপাত করতে গিয়ে শৈলীজা কুমার দাস বলেন “মাওলানা আবুল কালাম আজাদ শুধু স্বাধীনতা সংগ্রামী নয়, তিনি ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি পদেও আসীন ছিলেন ১৯৪০ থেকে ৪৬ সাল পর্যন্ত। স্বাধীন হওয়ার পর স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী দায়িত্বভার করেন তার আমলেই ভারতবর্ষের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল যার মধ্যে উল্লেখযোগ্য খড়্গপুর আইআইটি আধুনিক প্রতিষ্ঠানগুলো।

তিনি ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন অধিকারী ও হয়েছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে তাঁর প্রাসঙ্গিকতা রাজনৈতিক চিন্তাধারা বিস্তার আলোচনা প্রয়োজন রয়েছে ভারতবর্ষের যা ধর্মের ভিত্তিতে মেরুকরণ চলছে। তিনি একজন ধর্ম নিরপেক্ষ ধর্মের ঊর্ধ্বে উঠে দেশ তথা জাতির উন্নতি ঘটিয়েছিলেন।তার জন্মদিনে তাঁর প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন।

আজকের অনুষ্ঠানে সমগ্রভাবে সঞ্চালনা করেন আকতার আলি খান।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read