পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিক্ষোভে নামলো বিজেপি।পাশাপাশি বিজেপি নেতা সাহেব দাস রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ করে।
অভিযোগ নন্দীগ্রামের গোকুলনগরে বিজেপির বিরুদ্ধে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুকে কটাক্ষ করেন রাজ্যের কারামন্ত্রী আখিল গিরি।
তবে মন্ত্রী ঘনিষ্টরা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবারই অখিল গিরিকে নানান কুরুচিকর ভাষায় আক্রমণ করতে থাকতেন।মানুষের রূপের কারনে যে পদ পাওয়া নির্ভর করেনা সেইটা বোঝাতে রাষ্ট্রপতির কথা অবতারনা। যা নিয়ে রাজ্য রাজনীতিতে নিন্দার ঝড় উঠেছে।
শনিবার রাজ্যের মন্ত্রীর করা বক্তব্যের প্রতিবাদে আজ নন্দীগ্রামের তেখালিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। অখিল গিরির বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অপরদিকে অখিল গিরি শনিবার দুঃখপ্রকাশ করেন। তিনি বলেন,এক মাস আগে থেকে শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় আমার সম্পর্কে কটূক্তি করেছেন। আমি বয়স্ক মানুষ। আমার মনে ক্রোধ জন্মেছিল। রাষ্ট্রপতি মহোদায়াকে আমি কোনও অসম্মান করিনি। তাঁর প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। যে কথা আমার মুখ থেকে বেরিয়েছে, তা ক্রোধের বশে বেরিয়ে এসেছে। আমি অনুতপ্ত।