প্রদীপ কুমার মাইতি :- রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ ব্লকের ভূপতিনগর থানা এলাকার পাঁউশি এলাকায়।
স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলের সময় তৃণমূলের কিছু দুষ্কৃতি মিছিলে হামলা করে বলে অভিযোগ। এমনকি মিছিলকে লক্ষ্য করে বোমাবাজিও করা হয় বলেই অভিযোগ বিজেপির।বিক্ষোভকারীদের দাবি পুলিশের সামনে মুড়িমুড়কির মতো চলে গুলি ও বোমা । যে কারণে বিজেপির কর্মী সমর্থকরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো শুরু করে। স্থানীয় এলাকায় ব্যাপক উত্তেজনা কার্যত মুহূর্তের মধ্যেই রণক্ষেত্রের আকার ধারণ করে।
বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির অভিযোগ, চিরাচরিত স্বভাব অনুযায়ী পুলিশের সামনেই বোম বন্দুক নিয়ে ফায়ারিং করছে তৃণমূল। আমার মাটি এখানে, আমাকে ভয় দেখালে কি করে চলবে। পুলিশের সামনেই এসব হচ্ছে এমনটাই অভিযোগ করলেন তিনি। ওদের পাশে মানুষ নেই কয়েকজন দুষ্কৃতী বোম বন্দুক নিয়ে দাপিয়ে বেড়ায়।
এই ঘটনায় ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি।শাসক দল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ তোলেন। এলাকায় ব্যাপক উত্তেজনা। এলাকায় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।