Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। মহিষাদলে গুণীজন সংবর্ধনা ও বিজয়া সম্মিলনী ।।

মহিষাদল সংস্কৃতি সভার উদ্যোগে রবিবার বিজয়া সম্মিলনী , গুণীজন সংবর্ধনা ও পারিবারিক মিলনোৎসব সাড়ম্বরে অনুষ্ঠিত হল।


মহিষাদল রবীন্দ্র পাঠাগারের মঞ্চে এই অনুষ্ঠানে অধ্যাপক, গবেষক এবং সুসাহিত্যিক ড. সুস্মাত জানা, রত্ন-প্রাপ্ত ড. মৌসম মজুমদার এবং নাট্য – ব্যক্তিত্ব সুরজিত সিনহাকে মহিষাদল সংস্কৃতি সভার পক্ষ থেকে ফুলের তোড়া, উত্তরীয়, স্মারক ও মানপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়।

এর পাশাপাশি মহিষাদল বিধানসভার এলাকার ৭ জন নিট পরীক্ষায় সাফল ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়।পরে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী এবং মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস প্রমূখ অতিথি।


মহিষাদল সংস্কৃতি সভার সভাপতি অধ্যাপক হরিপদ মাইতি বলেন, বিগত বৎসর গুলি ন্যায় এবছরও সভার পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এলাকার অসহায় দু:স্থ ছাত্র-ছাত্রীদেরকে পড়াশোনা করার জন্য বই বিতরণ করা এবং মহিষাদল গয়েশ্বরী গার্লস হাই স্কুলের নাট্যচর্চার ছাত্রীদেরকে উৎসাহিত করার জন্য সংবর্ধনা দেওয়া এবং এলাকার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদেরকে সভার পক্ষ থেকে স্কুলের শিক্ষার প্রসার ঘটাতে, ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানকে আর উন্নতি করতে শিক্ষকদেরকে সংবর্ধনা দেওয়া হয়। কাঁথির একটি সমাজসেবী সংস্থাকে মহিষাদল সংস্কৃতি সভার পক্ষ থেকে আর্থিকভাবে সাহায্য করা হয়েছে বলে জানান, সভার সাধারণ সম্পাদক দেবাশীষ মাইতি, ও কোষাধ্যক্ষ রমেশ সাঁতরা।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read