Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। পাঁশকুড়ার সমবায় সমিতিতে তৃনমূলের সবুজ ঝড় ।।

রবিবারের পর মঙ্গলবার তমলূকের পর পাঁশকুড়া সমবায় সমিতির নির্বাচনে সবুজ ঝড় উঠলো।৫২টি আসনের মধ্যে ৪৩টা আসনে জয়ী হয়ে দশাং সমবায় সমিতির পরিচালন কমিটি দখল করলো শাসক দল তৃনমূল।

আগামী কয়েক মাস পরে পঞ্চায়েত নির্বাচন।নিজেদের প্রস্তুতি শুরু করেছে শাসক সহ সবকটি বিরোধী দল ।তার মধ্যেই একের পর এক সমবায় সমিতির নির্বাচনে তৃনমূলের জয়,বিরোধীদের উপরে চাপ বাড়াচ্ছে বলে রাজনৈতিক মহলের ধারনা।

পাঁশকুড়া ব্লকের দশাং সমবায় সমিতির মোট সিট ৫২।সকাল ১০ টা থেকে ভোটপর্ব শুরু হয়। আর সেই নির্বাচনকে ঘিরে এলাকায় ছিলো টানটান উত্তেজনা।



জানা গেছে সমবায় সমিতির ৫২টি আসনের মধ্যে ৫১টি আসনে তৃণমূল লড়ছে।বিজেপি লড়ে ৪৮ টি আসনে। সব মিলিয়ে টানটান উত্তেজনা ছিলো দশাং গ্রামে।ভোট গননা হতেই চরম উত্তজনা তৈরী হয় ।দুপক্ষের মধ্যে চলে স্লোগান।

তবে ফল ঘোষনার পরে দেখা যায় তৃনমূল প্রার্থীরা নিরঙ্কুশ ভাবে সমবায় কৃষি উন্নয়ন সমিতির ক্ষমতা দখল করেছে।মোট আসন ৫২, এরমধ্যে তৃণমূল ৪৩টি,বিজেপি ৬টি, সিপিআই এম ২টি ও নির্দল প্রার্থী ১টি আসনে জয়ী হয়েছে

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read