Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। ছত্রী বাঁচাও’ কমিটির ব্যানারে
পদযাত্রা ।।

প্রদীপ কুমার মাইতি : – ছত্রী-দুবদা প্রকল্প বাস্তবায়ন, জলনিকাশি সংস্কার ও রাস্তাঘাট নির্মাণ-সহ নানা দাবির ভিত্তিতে ‘ছত্রী বাঁচাও’ কমিটির ব্যানারে পূর্ব মেদিনীপুর জেলার এগরা- রামনগর রাজ্য সড়কের কুদিতে পদযাত্রা করল সারা ভারত কৃষক সভার ছত্রী অঞ্চল সিপিএম কমিটি।



সোমবার বেলার দিকে কুদি বিডিও অফিসের সামনে এগরা- রামনগর রাজ্য সড়কের উপরে কয়েক ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল সিপিএম। অবশেষে এগরা থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে দেয়। পাশাপাশি, সারা ভারত কৃষক সভার ছত্রী অঞ্চল সিপিএম কমিটির উদ্যোগে সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা চারদিন গণ অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে।

সিপিএমের কৃষক, শ্রমিক, খেতমজুর, পরিবহন-সহ বিভিন্ন গণসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা অবস্থান বিক্ষোভে সামিল হন। ফসলের লাভজনক দাম, ১০০ দিনের কাজ পুনরায় চালু করা, রাজ্যে শিল্পাঞ্চল নির্মাণ, বেকারদের চাকরির সুযোগ, দ্রব্যমূল্যের দাম কমানো-সহ নানা দাবি তোলা হয়। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের পড়াশোনার খরচও কম করার দাবি জানান সিপিএম নেতারা।



এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএমের সারাভারত কৃষি সভার এগরা ১ ব্লক কমিটির সম্পাদক অমিয় রঞ্জন দাস, এগরা রিজিওনাল কমিটির সম্পাদক বাদল চন্দ্র গিরি, উত্তম কুমার দাস, সৌম্য দাস প্রমুখ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read