Select Language

[gtranslate]
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

।। খারড সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে সমবায় সপ্তাহ উদযাপন ।।

পূর্ব মেদিনীপুর জেলার জরারনগর খারড সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের সভাকক্ষে আজ ৬৯তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপনের আজ তৃতীয় দিনে আলোচনার বিষয় ছিল-সমবায় শিক্ষাকে মূল ধারায় আনয়ন,পরিচালনায় পেশাদারিত্ব ও প্রশিক্ষণের পূন: অভিযোজন।



সমবায়ের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।সভাপতিত্ব করেন প্রাক্তন সভাপতি নগেন্দ্র নাথ পড়িয়া।

উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মুগবেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ এ জি এম সুভাষ মান্না,পূর্ব মেদিনীপুর রেঞ্জ ২ এর সি ডি ও তপন সামন্ত, পূর্ব মেদিনীপুর রেঞ্জ-২এর কো-অপারেটিভ ইউনিয়ন এর ডিরেক্টর গোলকেশ নন্দ গোস্বামী, ইউনিয়ন সচিব বিবেকানন্দ পড়িয়া,জেলা সমবায় কো-অপারেটিভ শিক্ষা নির্দেশক শুভাশিস দাস,খেজুরী-১ব্লক কো-অপারেটিভ পরিদর্শক দেব কুমার বৈদ্য, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শঙ্কর বাগ, দুই কর্মাধক্ষ্য অশ্বিনী মাইতি,রাজবালা খাটুয়া প্রমুখ।



সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এই সমবায় সমিতির প্রাক্তন সভাপতি বিমান কুমার নায়ক।ধন্যবাদ জ্ঞাপন করেন সুকুমার ভক্তা।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read