Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। বিশ্বশান্তি ফটোগ্রাফি প্রতিযোগিতায় প্রথম কোলাঘাটের সৌরভ ।।

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের আলোকচিত্রী সৌরভ দাস। এই যুবক বিশ্বশান্তি ফটোগ্রাফি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে ।গত ১৫ নভেম্বর অস্ট্রিয়ান পার্লামেন্ট ভিয়েনায় আয়োজিত এক বিশ্বমানের পুরস্কার বিতরণী সভা থেকে পুরস্কৃত ও সম্মানিত হলেন সৌরভ।

প্রতি বছর প্রায় ১২০ টি দেশের ফটোগ্রাফাররা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে থাকেন। তারা তাদের ছবির মাধ্যমে শান্তির বার্তা তুলে ধরেন। এই বছরও তার অন্যথা হয়নি। গ্লোবাল পিস ফটো অ্যাওয়ার্ডটি ১৯১১ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আলফ্রেড ফ্রাইড এবং টোবিয়াস অ্যাসারের উদ্যোগে চালু হয়।

জানা গেছে এ বছর সারা বিশ্ব থেকে থেকে মোট পাঁচটি দেশের প্রতিনিধি নমিনেশন পায়। ভারত থেকেও অনেকে এখানে ছবি জমা দিয়েছিলো। কিন্তু ভারত থেকে একমাত্র সৌরভের ছবি তারা সিলেক্ট করেছিলেন।


ভিয়েনা থেকে কোলাঘাটে পৌঁছানোর পর সৌরভকে নিয়ে গনসংবর্ধনায় আবেগে উচ্ছ্বাসে আনন্দে মেতে উঠলেন এলাকার মানুষজন। হাতে হাতে ফুল মিষ্টান্ন উপহার সামগ্রী নিয়ে হাজির ছিলেন সমাজের সর্বস্তরের মানুষজন। উপস্থিত মহিলারা শঙ্খ ও উলুধ্বনি দিয়ে তাদের ভালোবাসা ও অভিনন্দন জানান। বিশিষ্ট ব‍্যাক্তিবর্গ, বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠানের প্রতিনিধির সাথে এদিন সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন সৌরভের স্ত্রী, বাবা,মা,দিদি সহ আরো অনেক আত্মীয় পরিজন।

গনসংবর্ধনা সভায় আলোকচিত্রী সৌরভ বলেন, –
আমার তোলা ছবি সম্মানিত হওয়ায় কোলাঘাটের মানুষজন সহ আমার সমস্ত পরিচিতজন এত আনন্দ পেয়েছেন, এটা আমার সবথেকে বড় পুরস্কার। আগামীদিনের জন‍্য আমি সবার আশীর্বাদ প্রার্থী।

সৌরভের দিদি সোমা বেরা বলেন আমার ভাইয়ের জন‍্য আপনারা যে ভালোবাসা প্রকাশ করলেন তার জন্য আমি বাকরুদ্ধ, আমি আপ্লুত, ভাষায় বোঝাতে পারবনা সেই অনুভূতি, সবাইকে ধন্যবাদ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read