প্রদীপ কুমার সিংহ :- সন্ধ্যার মধ্যেই ফিরে আসেন তিনি। কিন্তু মঙ্গলবার সন্ধ্যা পেরিয়ে যাওয়ার পরও ফেরেননি।বুধবার সকালেই মর্মান্তিক ঘটনা। বাড়ির অদূরেই পানাপুকুর থেকে উদ্ধার হল আইনজীবীর দেহ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।
এক আইনজীবীর মৃত্যুর ঘিরে রহস্য তৈরি হয়েছে বারুইপুরে। মৃতের নাম সঞ্জয় মিত্র। পরিবারের তরফে খুনের অভিযোগ তোলা হচ্ছে। তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। সঞ্জয় বারুইপুর আদালতে অনুশীলন করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারুইপুর আদালতের আইনজীবীর দেহ সঞ্জয় মঙ্গলবার সকালে কাজে বেরিয়ে যান। রোজই সন্ধ্যার মধ্যে ফিরে যেতেন তিনি। কিন্তু মঙ্গলবার তাঁর ফোন বন্ধ থাকায় সন্দেহ হয় বাড়ির সদস্যদের।
বেশ কিছুক্ষণ অপেক্ষাও করেন তিনি। ভেবেছিলেন, কাজে রয়েছে, রাতের মধ্যে ফিরে আসবেন। তার মধ্যে রাতে না ফেরায় থানায় জানিয়ে রেখেছিলেন সঞ্জয়ের পরিবার।
বুধবার সকালে বাড়ি থেকে কিছু দূরে মাঝেরহাটের কাছে একটি পানা পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। জলের মধ্যেই ছিল বাইকটি পড়ে। বাইকের নীচেই রীতিমতো চাপা পড়ে ছিল আইনজীবী সঞ্জয় মিত্রের দেহ।
স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ। ডুবুরি নামিয়ে দেহটি উদ্ধার করা হয়। সঞ্জয়ের পরিবারের সদস্যরা গিয়ে দেহটি শনাক্ত করেন। পুলিশ জানিয়েছে, মৃতের মুখে রক্ত লেগে ছিল।
পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে সঞ্জয়কে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে পুলিশ। সঞ্জয়ের সঙ্গে কারোর কোনও শত্রুতা ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পুরনো কোনও শত্রুতার জেরেই এই ঘটনা।