Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। হলদিয়া বন্দরের অচলাবস্থা এখনো কাটলো না ।।

২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও সমস্যার সমাধান হয়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও হলদিয়া বন্দরের ৯ নম্বর বার্থে বন্ধ পণ্য খালাসের কাজ।
২৪ ঘন্টা পেরিয়ে গেলেও ,হলদিয়া বন্দরে সকাল থেকে পণ্যবাহী জাহাজ দাঁড়িয়ে রয়েছে
দুই ঠিকাদার এজেন্সির গন্ডগোলের জেরেই হলদিয়া বন্দরে পন্য খালাসের কাজ আটকে গেছে বলে জানা গেছে।



জানা গেছে ৯ নম্বর বার্থে কাজের বরাত পেয়েছিলেন ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানি। তারা দীর্ঘ কয়েক বৎসর ধরে কাজ করে আসছেন বলে দাবি করেছে ঠিকাদার সংস্থাটি ।অভিযোগ
তাদের কাছে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কাজের সমস্যা করছেন রিপ্লাই অ্যান্ড কোম্পানির অ্যারো।


ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর আশরাফ আলী অভিযোগ করেন , যে আমরা দীর্ঘদিন কাজ করে আসছি কাজের টেন্ডার রয়েছে তা সত্ত্বেও বন্দর কর্তৃপক্ষের মুষ্টিমেয় কয়েকজনের মদতে কাজের ব্যাঘাত সৃষ্টি করচ্ছে। হলদিয়ার মানুষ হিসেবে খুবই খারাপ দিন ঘনিয়ে আসছে। বিভিন্ন জায়গায় এই মেসেজটাই যাচ্ছে যে হলদিয়া শ্রমিক হলদিয়ার মানুষ কাজ করতে চাইছে না ।তার জন্য জাহাজ দাঁড়িয়ে রয়েছে আসল ঘটনাটাই বন্দর কর্তৃপক্ষের মদতে রিপ্লে কোম্পানি তারাই এই কাজের ব্যাঘাত সৃষ্টি করছে।

এই প্রসঙ্গে ঠাকাদার জানায় বন্দরের প্রশাসনিক ভবনে বৈঠক সেখানে বন্দর কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন জাহাজের কাজ করবে ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানি ।তার পরেও কেন রিপ্লে অ্যান্ড অ্যারো কোম্পানি কাজের বাধা সৃষ্টি করেছে তাদের সঙ্গে আলোচনা করে কাজ শুরু হবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।

এই বিষয়ে বন্দর কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read