রাশিয়ার মহান নভেম্বর বিপ্লবের ১০৫ তম বার্ষিকীতে আজ ১৭ নভেম্বর দশ দিন ব্যাপী লড়াইয়ের শেষ দিনে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া, দেউলিয়া, তমলুক,এগরার ছত্রি সহ বিভিন্ন স্থানে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে এস ইউ সি আই(কমিউনিস্ট) দল।
নভেম্বর বিপ্লবের রূপকার লেনিন ও স্ট্যালিনের মূর্তিতে মাল্যদান,উদ্ধৃতি প্রদর্শনী, আলোচনা সভা, বুক স্টল প্রভৃতি কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়।
এই উপলক্ষে পাঁশকুড়ার সভায় মুল বক্তব্য রাখেন দলের রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য ও জেলা সম্পাদিকা অনুরূপা দাস। উপস্থিত ছিলেন পাঁশকুড়া লোকাল কমিটির সম্পাদক সুনীল জানা।
Author: ekhansangbad
Post Views: ৭০