Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। নানা নাটকীয়তার পর ঢাকায় নোরা ফাতেহি ।।

নানা নাটকীয়তার পর অবশেষে ঢাকায় এলেন বলিউড সেনসেশন নোরা ফাতেহি। শুক্রবার দুপুর দেড়টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এই সফরে তিনি অংশ নেবেন উইমেন লিডারশিপ করপোরেশনের একটি আয়োজনে।

নোরার ঢাকায় আসার খবরটি নিশ্চিত করা হয়েছে আয়োজক প্রতিষ্ঠানের ফেসবুক পেজ থেকে। দুটি ছবি পোস্ট করা হয়, যেখানে দেখা যায় গোলাপি রঙের হুডি ও ট্রাউজার পরে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন নোরা ফাতেহি।

সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে নোরাকে ঘিরে জমকালো আয়োজন। যেটাকে গ্লোবাল এচিভার্স অ্যাওয়ার্ড প্রদান ও একটি তথ্যচিত্রের শুটিং বলে দাবি আয়োজক স্বর্ণা মারিয়া মৃত্তিকের। তিনি চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার বোন।



বৃহস্পতিবার রাতে ফেসবুক লাইভে এসে মৃত্তিক বলেন, “বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে বিদেশি তারকারা আসেন। তবে এরকম নারী উদ্যোক্তার মাধ্যমে দেশের সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়-দফতরের অনুমতি সাপেক্ষে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে এত বড় আয়োজন আমার মনে হয় এটাই প্রথম। পুরো আয়োজনটির একটি তথ্যচিত্র বানানো হবে, যেটার নাম ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’। এটা বাংলাদেশের নারী উন্নয়নের ওপর একটি তথ্যচিত্র। এটা বানানোর স্থানই হলো আমাদের অনুষ্ঠান।”

জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে শুরু হবে এই অনুষ্ঠান। এর আগে বিকাল ৪টায় দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে। প্রশ্ন উঠেছে, তথ্যচিত্রের শুটিংয়ের জন্য অনুমতি নিয়ে কীভাবে টিকিট বিক্রি করে দর্শক সমাগম করা হচ্ছে? এ বিষয়ে আয়োজক মৃত্তিক জানান, যেহেতু অ্যাওয়ার্ড অনুষ্ঠানই তথ্যচিত্রের শুটিং স্পট, তাই সেখানে দর্শকের উপস্থিতি থাকাটাই স্বাভাবিক। সেজন্যই সীমিত সংখ্যক দর্শককে টিকিটের বিনিময়ে অনুষ্ঠানটি দেখার সুযোগ দেওয়া হচ্ছে।

ঢাকার এই আয়োজন সেরে শনিবার (১৯ নভেম্বর) বিকালে ভারতে উড়াল দেবেন নোরা ফাতেহি।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read