Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতি এলাকায় মৎস্য প্রকল্পের অভিনব প্রচার ।।

সরকারি মৎস্য প্রকল্পগুলির বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগী নন্দীগ্রাম-১ মৎস্য বিভাগ।
মৎস্যজীবীদের নিবদ্ধীকরণ , ক্রেডিট কার্ড সহ বেকার যুবক যুবতীদের মৎস্য প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর হওয়ার সরকারি প্রকল্প সুযোগ সুবিধা বিষয়ে ব্যাপক প্রচার শুরু করেছে নন্দীগ্রাম-১ উন্নয়ন ব্লক মৎস্য বিভাগ।

মাছের বাজারে গিয়ে গিয়ে মৎস্য সুবিধার বিষয়ে প্রচার করা হচ্ছে। এখন চলছে দুয়ারে সরকার ক্যাম্প , আর এই ক্যাম্পে জড়ো হওয়া উৎসাহীদের প্রকল্প বিষয়ে সচেতন করাচ্ছে ব্লক মৎস্য আধিকারিক সহ তার টিম।



নন্দীগ্রাম থানা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সাধারন সম্পাদক তথা পূর্ব মেদিনীপুর সেন্ট্রাল ফিশারমেন কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান কাদের আলি বক্স বলেন, আমরা ব্লক মৎস্য দপ্তরের পূর্ণ সহোযোগিতা পাচ্ছি এবং সমিতি দুয়ারে সরকার –এ সব প্রকল্প চলছে আমরা এগিয়ে এসেছি ।

নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতি এলাকার নৌকা মৎস্যজীবী, মৎস্যচাষি , মৎস্য বিক্রেতা সকলের মধ্যে সরকারি প্রকল্পের বিষয়ে হচ্ছে।



নন্দীগ্রাম-১ ব্লকের মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু বলেন, আমরা সর্বত উদ্যোগ গ্রহন করেছি যাতে মৎস্য পেশায় যুক্ত সকল মানুষদের মাঝে সরকারি বার্তা পৌছে দিতে পারি। আরো বেশি করে আলোচনা সভা ও সেচতনতা শিবিরের উদ্যোগ গ্রহন করা হচ্ছে।

নন্দীগ্রাম-১ ব্লকের বিডিও সুমিতা সেনগুপ্ত মৎস্য আধিকারিককে সাথে নিয়ে এলাকায় এলাকায় সচেতনতা শিবির ও মৎস্য চাষিদের সাথে মত বিনিময় করছেন। এলাকার মানুষ অত্যন্ত খুশি ও উৎসাহী।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read