ইন্দ্রজিৎ আইচ :- সম্প্রতি দক্ষিণ কলকাতার ডি কে এস ক্লাবে প্রকাশিত হলো সঙ্গীত শিল্পী বলাকা সেন এর নতুন লোকসঙ্গীত এর অ্যালবাম “সাঁঝের আটচালা “।
এই সিঙ্গল অ্যালবামটি প্রকাশ করেন বিখ্যাত সঙ্গীত শিল্পী স্বাগতা লক্ষী দাশগুপ্ত। তিনি এই অ্যালবাম উদ্বোধন করে বলেন চমৎকার কণ্ঠ বলাকার। আমি ওর গান আগেও শুনেছি। দারুন গায় ও। যদি এই গলা বলাকা ধরে রাখতে পারে বলাকা নাম করবেই ।
বলাকা বাঁকুড়ার ভূমি কন্যা। জেলাস্তরে লোক সঙ্গীতে প্রথম হয়েছিলো। বহু অ্যালবাম এর আগেও প্রকাশিত হয়েছে।সব মিলিয়ে তার এই গান সকলের মন ভরাবে।
Author: ekhansangbad
Post Views: ৭৭