Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। কাগজে মুড়ে টাকা শুভেন্দু নিয়েছে,অখিল গিরি নয়ঃসুপ্রকাশ ।।

রাজ্যের সবচেয়ে বড় তোলাবাজ কাঁথির শান্তিকুঞ্জ বাড়িতে থাকে,তাকে সারা দেশ কাগজে মুড়ে টাকা নিতে দেখেছে।শিশির অধিকারীর মেজ ছেলে শুভেন্দু অধিকারী নির্লজ্জের মত তারপরেও সকলের নামে কুৎস্যা করে বেড়ায়।রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এভাবেই আক্রমন করলেন তৃনমূলের কাঁথি সাংগঠনিক জেলার যুব সভাপতি সুপ্রকাশ গিরি।



শনিবার রামনগরে দলের সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন দেখতে পাচ্ছেন নাকি অখিল বাবু? আপনার পুত্র তো আপনার ঝাড়ের বাঁশ! সে আবার বড় নেতা? সে গ্যাজুয়েট নয় কাঁথি কলেজের সভাপতি। শুভেন্দু প্রশ্ন করেছেন অখিল গিরির পরিবারের ইনকাম কি? আমার পরিবারের একাধিক ব্যবসা রয়েছে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। আগে রামনগরে চা খেয়ে দোকান থেকে উঠে পালিয়ে যেতেন।

এর পাল্টা দিয়েছেন রাজ্যের কারাগার মন্ত্রীর ছেলে তথা তৃনমূলের কাঁথি সাংগঠনিক জেলার যুব সভাপতি সুপ্রকাশ গিরি প্রশ্ন করেছেন শুভেন্দুর পরিবারের কি ইনকাম আছে? একাধিক জায়গায় তোলাবাজি করে বেড়াতেন। হলদিয়া থেকে কোলাঘাট, কোলাঘাট থেকে দিঘা সব জায়গায় তোলাবাজি করেছেন। সুদীপ্ত সেন তোলাবাজি শুভেন্দু অধিকারীর নাম বলেছে। সেখানে তো অখিল গিরি ও সুপ্রকাশ গিরি নাম বলেনি। কাগজে মুড়িয়ে কাকে টাকা নিতে সারা দেশ শুভেন্দু অধিকারীকে দেখেছে। অখিল গিরিকে নয় ।

পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলায় রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরুদ্ধে আইনি মোকাবেলা করা হুঁশিয়ারি দিলেন মন্ত্রীপুত্র তথা যুবনেতা সুপ্রকাশ গিরি।

সুপ্রকাশ গিরি বলেন শুভেন্দু অধিকারী) ওপেন ইনভারসিটি পাস করা ছেলে, যার কোন শিক্ষাদীক্ষা নেই, অপরকে দোষারোপ করছেন। আমি চ্যালেঞ্জ করে বলছি শুভেন্দু অধিকারী নেতাজি ওপেন ইনভারর্সিটি থেকে পাশ করেছে। সেই সার্টিফিকেট তৈরি করতে গিয়েও জালিয়াতি করেছে নলে অভিযোগ করেছে সুপ্রকাশ।

তৃনমূলের যুব সভাপতি বলেন ২০০৭ সালে শুভেন্দু অধিকারী হয়ে অন্য একজন পশ্চিম মেদিনীপুরে বেলদা পরীক্ষা দিতে গিয়েছিলো। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করবো। আমি যে কলেজে পড়াশোনা করেছি শুভেন্দু অধিকারী সেই কলেজের নাম শুনেছি নাকি জানি না? কোলাকাতার আশুতোষ কলেজ থেকে স্নাতকোত্তর পাশ করেছি। শুধু স্নাতকোত্তর নয়, পোস্ট গ্রাজুয়েটে ম্যানেজমেন্ট করেছি। শুভেন্দুবাবু জানাবে বা কি করে? শিক্ষার ক্ষেত্রের জালিয়াতি করেছে! আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করতাম।

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একজন ব্র্যান্ডের ডাকাত বলে তিরস্কার করেছেন সুপ্রকাশ। শিক্ষাদিক্ষা উনার মধ্যে আসবে না। ছোটবেলা থেকেই তোলাবাজীতে যুক্ত। শুভেন্দু অধিকারী বয়স ৫২, আমার ( সুপ্রকাশ গিরি) বয়স ৪০। আমি গ্রাজুয়েশন পাশ করেছি ২১ বছর বয়সে। শুভেন্দু অধিকারী গ্রাজুয়েশন পাস করছে ৩৭ বছর বয়সে। ৩৭ বছর বয়সে কি গ্রাজুয়েট হয়? আমি উনাকে ওপেন চ্যালেঞ্জ করছি, যদি সৎ সাহস শুভেন্দু অধিকারীর থাকে নিজের সার্টিফিকেট দেখাক। আমি উনার সামনে সার্টিফিকেট নিয়ে বসতে রাজি আছি। আমি মানহানি মামলা করবো। আমি জনগণের কাছে সার্টিফিকেট দেখাবো। উনিও সার্টিফিকেট দেখান “

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read