মহিষাদলে ধাক্কা খেলেও নন্দকুমার মডেল সামনে রেখে ফের পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে সিপিএম ও বিজেপি জোট বেঁধে সমবায় সমিতির নির্বাচনে ঝাঁপাচ্ছে।শাসক দল তৃনমূলকে আটকাতে রামবাম জোটকেই প্রাধান্য দিচ্ছে শুভেন্দু অধিকারী-সুজন চক্রবর্তীদের সমর্থকেরা।
জানা গেছে এবার পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের তমলুকের খারুই অঞ্চল সমবায় নির্বাচনে বিজেপির সাথে সিপিএম এক সাথে লড়ছে তৃণমূলের বিরুদ্ধে।
আগামী ৪ ডিসেম্বর খারুই গঠরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন।এই নির্বাচনকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় সিপিএম এবং বিজেপি নির্বাচনীয় প্রচার করেন।
রামবাম জোটের এই মিছিলে বিজেপির তরফ থেকে ছিলেন ছিলেন তমলুক সাংগঠনিক জেলার কিষান মোর্চার সভাপতি বামদেব গুছাইত ও সিপিএমের তরফ থেকে উপস্থিত ছিলেন সিপিএম জোনাল কমিটির সদস্য রঘুনাথ দাস,সিপিএম সদস্য সুরেন্দ্রনাথ আচার্য সহ একাধিক নেতা কর্মীরা।
যদিও তারা বলেন এটা মানুষের স্বার্থের জোট, এটা কোন রাজনৈতিক দলের জোঠ নয়।
তৃণমূলকে হারাতে আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।
তবে বিজেপি নেতা বামদেব গুছাইত বলেন নন্দকুমার মডেল সামনে রেখে খারুইএ আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়ছি।এই নির্বাচনে জয় নিশ্চিত।
তৃণমূল তরফে বিজেপি সিপিএমের এই দাবি উড়িয়ে দিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি ডঃ সৌমেন মহাপাত্র।
তিনি জানান বিধান সভা ভোটে সিপিএম যেমন শুন্য হয়েছে এখানেও তাই হবে।বিজেপি ও সিপিএম জোট কোন কাজে আসবে না।