প্রদীপ কুমার সিংহ :- রবিবার নৌ সেনা কর্মী উজ্জ্বল চক্রবর্তী দেহের নিম্ন অংশ পুলিশ উদ্ধার করে একটি বাগান থেকে।সোমবার বিকালে অভিযুক্ত জয় ওরফে রাজু চক্রবর্তীকে নিয়ে আবার ডিহি মদনমল্ল্য এলাকায় যায় বারুইপুর থানার পুলিশ,করাতের খোঁজে নামানো হয় এক ডুবুরিকে।
জলের তলায় বাঁশ দিয়ে খোঁজ চালাতেই পাওয়া যায় খুনে ব্যবহৃত সেই করাত। তবে হাত এখনো উদ্ধার করা যায়নি। তবে পুলিশ তদন্তে আছে।
এদিন বারুইপুর থানায় আসেন এডিজি(দক্ষিণবঙ্গ) সিদ্ধিনাথ গুপ্ত, আই জি (পি আর) তন্ময় রায়চৌধুরী, বারুইপুর পুলিশ জেলার সুপার মিস পুস্পা। তাঁরা থানায় কেসের গতিবিধি নিয়ে আলোচনা করেন।
পরে এডিজি(দক্ষিনবঙ্গ)সিদ্ধিনাথ গুপ্ত সাংবাদিকদের বলেন, বারুইপুর, সোনারপুরে খুনের ঘটনায় তাড়াতাড়ি কিনারা হয়েছে। দ্রুত কেসগুলোতে চার্জশিট দেওয়া হবে। অন্যদিকে, প্রাক্তন নৌসেনা কর্মী উজ্জ্বল চক্রবর্তীর পশ্চিম সালেপুরের প্রান্তিক আবাসনের প্রতিবেশীরা এই হাড়হিম করা হত্যাকাণ্ড বিশ্বাস করতে পারছেন না। উজ্জ্বল চক্রবর্তী এখনো হাত দুটি উদ্ধার না হওয়াতে পুলিশ উদ্বিগ্ন আছে।