পারিবারিক অশান্তির জেরে এবার পূর্ব মেদিনীপুর জেলাও নৃশংস খুনের ঘটনার স্বাক্ষী থাকলো।স্ত্রীর মাথায় বাঁশের বাড়ি মেরে খুন করে পালাল অভিযুক্ত স্বামী।মাঝরাতে পারিবারিক অশান্তির জেরে এই ঘটনার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে কোলাঘাট থানার দক্ষিণসাগরবাড়ের বেলডাঙা গ্রামে। মৃত মহিলার নাম রোজিনা বিবি। অভিযুক্ত স্বামী জামিরুল ইসলামের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে কোলাঘাট থানার পুলিশ। পুলিশ জানিয়েছেন, মৃতদেহটিকে ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি অভিযুক্তকে পাকড়াও করতে তল্লাশি শুরু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, পেশায় কাঠের মিস্ত্রী জামিরুল দীর্ঘদিন যাবৎ বিদেশে কর্মরত। প্রতি ২ থেকে ৩ বছর অন্তর বাড়ি ফেরে সে। তবে বাড়ি ফিরলেই স্ত্রীর সঙ্গে তাঁর অশান্তি লেগে থাকত। প্রতিবেশীরা জানিয়েছেন, সোমবার গভীর রাতেও বিষয় সম্পত্তি নিয়ে তাঁদের মধ্যে বিবাদ শুরু হয়।
এরই মাঝে রাত্রি প্রায় দেড়টা নাগাদ জামিরুল একটি বাঁশ দিয়ে স্ত্রীর মাথায় সজোরে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রোজিনা। পরিস্থিতি বেগতিক দেখে চম্পট দেয় জামিরুল।