Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। পশ্চিমবঙ্গ চারুকলা উৎসবে নজর কেড়েছে ফটোকথা গোষ্ঠী ।।

ইন্দ্রজিৎ আইচ :- ‘পশ্চিমবঙ্গ চারুকলা উৎসব’-এর সরকারি প্রদর্শনীর ১২ টা আলোকচিত্রের মধ্যে উৎকর্ষের ভিত্তিতে ৫ টাই রয়েছে ‘ফোটোকথা’ গোষ্ঠীর যা সকল দর্শকদের নজর কেড়েছে ‘রাজ্য চারুকলা পর্ষদ’ এবং পশ্চিমবঙ্গ সরকারের ‘তথ্য সংস্কৃতি বিভাগ’ -এর উদ্যোগে কোলকাতার ‘রবীন্দ্রসদন নন্দন চত্বর’ -এ আজ থেকে শুরু হল ‘পশ্চিমবঙ্গ চারুকলা উৎসব’ ও ‘চারুকলা মেলা’ ।


সরকারি ঘোষণা অনুযায়ী আজ থেকে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এই মেলা।

এই মেলায় সরকারি প্রদর্শনীর পাশাপাশি রয়েছে ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে স্টলের ব্যবস্থা।

এরকমই একটা স্টল ‘ফোটোকথা’ (স্টল নম্বর ৪৫)-এ গিয়ে দেখা গেল আলোকচিত্রী অজয়কুমার ঘোষ , অনুপম হালদার, পার্থ চন্দ , অহেলী ঘোষ, অনুপা মুখার্জি, চিরঞ্জিত মিত্র, উৎসব চক্রবর্তী এবং অমিয় ঘোষ নামের নানা বয়সের আটজন পুরুষ ও মহিলা মিলে স্টলে নিজেদের আলোকচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করেছে।


আলোকচিত্রী অনুপম হালদার-এর সাথে কথা বলতে গিয়ে জানা গেল, “অনুষ্ঠানের অঙ্গ রূপে আমাদের ‘ফোটোকথা’ শীর্ষক স্টলের আটজনের মধ্যে অনুপম হালদার, পার্থ চন্দ, অহেলী ঘোষ, অনুপা মুখার্জি এবং চিরঞ্জিত মিত্র-র একটা করে মোট ৫ টা আলোকচিত্র ‘অ্যাকাডেমি অব ফাইন আর্টস-এর সাউথ গ্যালারি’ -তে সরকারিভাবে প্রদর্শিত হচ্ছে।”



বলে রাখা ভালো, এই বছর সরকারিভাবে মোট ১২ টা আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে, তারমধ্যে ৫ টাই ‘ফোটোকথা’ গোষ্ঠীর।

আজ সন্ধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ইন্দ্রনীল সেন এই প্রদর্শনী উদ্বোধন করেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read