Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। বৌভাতের অনুষ্ঠানে ফুল-ফল গাছের চারা বিলি ।।

বধূবরণ অনুষ্ঠান থেকে পরিবেশ বাঁচানোর আহ্বান জানালো এক পরিবার। নব্দম্পতি ও তার পরিবারের সদস্যদের এই উদ্যোগকে সাধূবাদ জানিয়েছেন মানুষজনেরা।



তমলুকের খটিয়ালের বাসিন্দা বুদ্ধদেব বকসীর সাথে তমলুকের শিল্পা কোটালের শুভ পরিণয় সম্পন্ন হয় গতকাল। পাত্র বুদ্ধদেব বক্সি ময়না আইটিআই কলেজের অধ্যক্ষ।



বধূবরণ এর বৌভাত অনুষ্ঠানে এসে আমন্ত্রিত ব্যক্তিরা বিভিন্ন ধরনের চারাগাছ উপহার নিয়ে গেলেন নব দম্পতির হাত থেকে। তাঁদের শুভভাবনায় পরিবেশ বাঁচানোর লক্ষ্যে বাড়িতে নিমন্ত্রিত ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন ফল ও ফুলের চারা।


নব দম্পতি জানিয়েছে নির্বিচারে গাছ কাটায় বেড়ে চলেছে পরিবেশ দূষনের মাত্রা ।এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে আরো বেশী করে গাছ লাগানোর প্রয়োজন।তাই বধূবরন অনুষ্ঠানে আসা মানুষদের হাতে গাছ দিয়ে সেই আহ্বান জানানো হল

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read