পাঁচ দিন ধরে নিখোঁজ এক বিজেপি কর্মীর পচাগলা মৃতদেহ উদ্ধার হল । এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ।বুধবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার কসবা এগরা অঞ্চলের কইথোড় গ্রামের বাসিন্দা এক যুবকের মৃতদেহ মিললো পটাশপুরের রামচন্দ্রপুর খালপাড়ে।মৃত যুবকের নাম বিকাশ দে ( ২০)।
জানা গেছে গত ১৭ নভেম্বর থেকে ওই বিজেপি কর্মী বিকাশ দে নিখোঁজ ছিল। বাড়ির লোক চারদিকে খোঁজ করেও পায়নি। আজ সকালে কইথোড় এবং রামচন্দ্রপুর গ্রামের মাঝামাঝি ধান জমিনের পাশে খালপাড়ে পচা দুর্গন্ধ পেয়ে কয়েকজন ছুটে এসে দেখে, খড়ি গাছের নিচে একটি পোড়ানো মৃতদেহ। পরে ওদের পরিবার মৃতদেহ সনাক্ত করেন।
প্রাথমিক তদন্তে অনুমান অ্যাসিড দিয়ে বিকাশের মৃতদেহ পোড়ানো হয়েছে। ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ এসে তদন্ত করে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠনো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তে অনুমান কেউ বা কারা বিকাশ হত্যা করে মৃতদেহ লোকানোর জন্য জঙ্গলের মাঝখানে ফেলে দিয়ে গেছে।
মৃতের দাদা সুভাষ দে জানিয়েছেন ভাই এর সাথে কারুর শত্রুতা না থাকলেও যেহেতু তাঁর পরিবার বিজেপি করেন তাই রাজনৈতিক প্রতিহিংসার জন্য ও হতে পারে। পুলিশ আশ্বাস দিয়েছেন তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা করা হবে।