হার্মাদ মুক্ত দিবসে একদা লাল দূর্গ খেজুরীর আশাভবনে পথসভার দলীয় মঞ্চ থেকে জাতীয় তদন্তকারী সংস্থার প্রসঙ্গ টেনে শাসক দল তৃনমূল কংগ্রেসের নেতাদের উদ্দেশে হুঙ্কার দিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর হুঁশিয়ারি, অপেক্ষা করুন, সবে তো ১২টা বাজে, এখনও তো সূর্য ডোবেনি। খেজুরিতে এখনও জীবিত আছে এনআইএ, দেশদ্রোহীরা সাবধান।
২০১০ সালের আজকের দিনে খেজুরি থেকে সিপিএমকে উৎখাত করেছিল তৃণমূল। সেই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। তারপর থেকেই প্রতি বছর এই দিনে খেজুরিতে হার্মাদ মুক্ত দিবস পালন করে তৃনমূল।তৃনমূল ত্যাগ করে বিজেপিতে যোগদানের পরেও শুভেন্দু অধিকারী এই দিনটি একই ভাবে পালন করেন বিজেপির ব্যানারে।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় কর্মীদের উদ্দেশে শুভেন্দুর উপদেশ,বড় সভা ছেড়ে চাটাই সভা করুন।বলেন, প্রতি বুথে আমার ৫০টা লোক দরকার আমার। এর মধ্যে ৩০কন যুবক আর ২০ জন মহিলা। মহিলারা হবে মা ভবানী, আর যুবকরা হবে স্বামী বিবেকানন্দের শিষ্য। কি করে এদেরকে হারাতে হয় শুভেন্দু অধিকারী ঠিক জানে। আমি কম্পারটমেন্টাল চিফ মিনিষ্টারকে হারিয়েছি। আপনারাও পারবেন।