জল্পনা বাড়াল মমতা-শুভেন্দু সাক্ষাৎ। তৃণমূল বনাম শুভেন্দু অধিকারীর তরজা বাংলার রাজনীতিতে এখন সুপরিচিত। প্রায় প্রতিদিন শাসক দলের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। ছেড়ে করথা বলছে না ঘাসফুল শিবিরও। এরই মধ্যে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে বিরোধী দলনেতা ।
নতুন রাজ্যপালের শপথগ্রহণ ঘিরে ফের সরগরম হয় রাজ্য রাজনীতি। শুভেন্দু শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ না দিয়ে দায় ঠেলেন মুখ্যমন্ত্রীর দিকে। তার ঠিক দু’দিন পর বিধানসভায় দু’জনের সাক্ষাৎ।তিন-চার মিনিট মমতার ঘরে ছিলেন তিনি। সঙ্গে ছিলেন আরও তিন বিজেপি বিধায়ক।
একসময়ের সহযোদ্ধা শুভেন্দু, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা হওয়ার পর এমন ঘটনা এই প্রথমবার ঘটল বিধানসভায়। তাঁদের মধ্যে কী কথা হয়েছে, তা জানা যায়নি। তবে মুখ্যমন্ত্রীর ঘর থেকে বেরিয়ে শুভেন্দু জানান, এটা নিছকই সৌজন্য সাক্ষাৎ।
সাক্ষাতের পর মমতা বলেন, শুভেন্দুকে চা খেতে ডেকেছিলাম।ডাকে সাড়া দিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা।