আগামী ৩ ডিসেম্বর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা সাফল্যমন্ডিত করতে পৌরসভার ১১নং ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা হয় ।
কাঁথি পৌরসভার আশালতা ভবনে এই সভায় উপস্থিত ছিলেন পৌরপিতা সুবল মান্না,কাঁথি শহর সভাপতি হরিসাধন দাস অধিকারী,যুবনেতা ইমরান আলি খাঁন,মিন্টু মাইতি,সেক ইস্রাফিল,সেক সাজিদ,জোবেদ,সভাপতিত্ব করেন সেক নুরমহম্মদ,সভা পরিচালনা করেন সেক সাবুল।
এই সভাতেই এলাকার বাসিন্দা রাজু দাস তার ১৫ জন সঙ্গীকে নিয়ে বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দান করেন ।যুবনেতা ইমরান আলি খাঁন এই বিজেপি কর্মীদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেয়
Author: ekhansangbad
Post Views: ৮৪