Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‌।। আজকের রাশিফল ।।

মেষ :  বিবাহিত জীবনের সমস্যা কেটে যেতে পারে। তবে আজ আপনার মেজাজ কিছুটা খিটখিটে থাকবে। অর্থব্যয় আপনার মনকে নিরানন্দ করবে। বেহিসেবি মানুষদের এড়িয়ে চলুন আজ। ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে। আজ অকারণ কথাবার্তায় সময় নষ্ট হতে পারে। 


বৃষ: আর্থিক বিনিয়োগের আগে ভাবনা চিন্তা করুন। কোনও নতুন প্রকল্প নেওয়ার আগে দু’বার ভাবুন। পরিবার এবং বন্ধুদের সহযোগিতায় কাজে নতুন উদ্যম পাবেন। কর্মক্ষেত্রে পদন্নোতি হতে পারে। কারও সাথে প্রকাশ্য বাদানুবাদে আসবেন না।  

মিথুন: কর্মক্ষেত্রে নানান প্রতিকূলতা আসতে পারে। প্রেমের পক্ষে খুব একটা ভালো দিন নয়। দিন শুরু করুন যোগাভ্যাস দিয়ে। আর্থিক সমৃদ্ধি আপনাকে খুশি করবে। অনেক ব্যস্ততার পর আজ পাবেন দাম্পত্যসুখ।

কর্কট: মানসিকভাবে বিক্ষিপ্ত থাকতে পারেন। সন্তানদের জন্য আজ অনেক বেশি খরচ হয়ে যেতে পারে। সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার সাহস বাড়িয়ে তুলবে। আজকে যেসমস্ত বিনিয়োগ করবেন সেগুলির ব্যাপারে খুঁটিনাটি খোঁজ নিন। 

সিংহ: অতিরিক্ত অর্থ উপার্জন হতে পারে। আজ আপনার স্বপ্ন সত্যি হবে। প্রেমিকার খামখেয়ালি ব্যবহার আপনার মেজাজ খারাপ করতে পারে। তবে এর জন্য উত্তেজিত হবেননা। আত্মীয়দের থেকে উপহার পেতে পারেন। প্রেমের সম্পর্ক দৃঢ় হবে।

কন্যা: পারিবারিক কাজে অনেকটা সময় ব্যয় হতে পারে। কোনও আত্মীয়ের কারণে দাম্পত্য সমস্যা হতে পারে। বিনিয়োগ জাতীয় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। আজ আপনার আত্মবিশ্বাস খুব বেশি থাকবে। খারাপ পরিস্থিতি দেখে পালিয়ে যাবেন না। সমাধানের চেষ্টা করুন। 

তুলা: বস এবং সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবে। বিদেশে ব্যবসা করা মানুষেরা আজ প্রচুর লাভ করবেন। আজ কাজের ক্লান্তি কমাতে একদিনের ছুটি নিতে পারেন। আজ যেকোনো রকম উত্তেজনা আপনার পক্ষে সুখকর নয়।

বৃশ্চিক: পুরনো বন্ধুর থেকে কোনও আঘাত পেতে পারেন। আর্থিক লেনদেনের ব্যাপারে সাবধান থাকুন। কর্মক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ হবে। বিতর্ক এড়িয়ে চলুন। সন্ধ্যায় স্ত্রীর সাথে প্রেমময় সময় কাটবে।

ধনু: শারীরিক অসুস্থতার কারণে অর্থ ব্যয় হতে পারে। আজ শরীরের ব্যাপারে যত্নবান হোন। আজ সঠিক সিদ্ধান্ত গ্রহণে পুরানো সমস্যা মিটে যাবে। জুয়ায় অর্থ বিনিয়োগে ক্ষতির সম্ভাবনা। আজ বাচ্ছাদের সমস্যা মেটাতে কিছু সময় যাবে।


মকর: জীবনে অপ্রত্যাশিত সুসংবাদ আসতে পারে। পরোপকারের কাজে মানসিক শান্তি আর আরাম পাবেন। নতুন সম্পর্কে যাওয়ার আগে সবদিক ভালো করে বিবেচনা করুন। কিছুটা অবসর সময় পাবেন। উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে।

কুম্ভ: অতীতের কোনও কাজের জন্য সমস্যা হতে পারে। একতরফা মোহ আপনাকে শুধু মনোবেদনা দেবে। আজ প্রেমের পক্ষে আদর্শ দিন। সঙ্গীর সাথে স্মরণীয় কিছু সময় কাটবে। মনে শান্তি থাকবে। 


মীন: সহকর্মীদের থেকে সম্মান অর্জন করবেন। অপ্রত্যাশিত লাভে আর্থিক অবস্থান উন্নত হতে পারে। আজ কোনও সাধুর সংস্পর্শে এসে মনে শান্তি পাবেন। অপচয় বন্ধ হবে। সন্তানদের সাথে কিছুটা সময় কাটবে আজ। কোনও ধর্মীয় স্থানে গিয়ে সময় কাটিয়ে শান্তি পাবেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read