Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। স্টাফ অ্যাসোসিয়েশন এর সাংবাদিক সম্মেলন ।।

ইন্দ্রজিৎ আইচ :- ১৯৪৭ থেকে ২০০২….দীর্ঘ ৭৫ বছর পূর্ণ হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশন এর। সেই উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো।

এস বি আই এস এফ এর সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার বাধালিস
জানালেন আমাদের এই ফেডারেশন এর ৭৫ বছর উপলক্ষে দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে এক দিনের বিরাট বার্ষিক সভা অনুষ্ঠিত হলো।

সারা ভারতবর্ষ থেকে তিন থেকে চার হাজার আমাদের ব্যাংক এর মেম্বার উপস্থিত ছিলেন। আমরা সব সময় গ্রাহক দের ভালো পরিষেবা দিতে চেষ্টা করি। কোনো সমস্যা হলে সরকার এর কাছে দাবি জানাই।



আমাদের স্টাফ ইউনিয়ন এর মাধ্যমে আমাদের স্টাফ দের নানা দাবি দাওয়া জানায়। বিভিন্ন চুক্তি সাক্ষর থেকে পারিবারিক পেনশন, কর্মীদের বেতন স্কেল, সাস্থ্য পরিষেবা, সকলের সার্থ রক্ষা এবং আমাদের দাবি বা সর্ত না মানা হয় ধর্মঘট করে প্রতিবাদ সভা করেছে আমাদের এই সংঘটন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক গৌতম নিয়োগী, এসবি আই এস এফ এর অরণ ভোগ্লিওয়াল, এস বি আই এস এফ প্রেসিডেন্ট অজয় দেওসর্মা বেঙ্গল সারকেল এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশন এর সৌগত ব্যানার্জী।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read