ইন্দ্রজিৎ আইচ :- শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত তাদের নতুন ছবি ” হামি ২ ” মুক্তি পাবে সামনের বড়দিনের সময়। ঠিক তার আগে ৩২ কলেজ রো তে(কলেজ স্ট্রীট) এ ইজি নোট স্টোর এ প্রকাশিত হলো হামি ২ ড্রয়িং বুক। এই বই গুলো উদ্বোধন করেন হামি ২ এর পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়।
উপস্থিত ছিলেন হামি ২ এর শিশু অভিনেতা ,অভিনেত্রী ও ইজি নোট স্টোর এর ম্যানেজিং ডিরেক্টর শালিনি এস বিশ্বাস।
এক সাংবাদিক সন্মেলনে শালিনী জানালেন আমাদের এই স্টোরে বাচ্চাদের নোট বুক থেকে বিভিন্ন ধরনের ড্রয়িং খাতা পাওয়া যায়। আমাদের এই ড্রইং বুক হামি ২ ছবিতে ব্যাবহার করা হয়েছে।
আজ তার প্রমোশন ও উদ্বোধন হলো ২০০৯ সাল থেকে এই বই আমরা বানাচ্ছি। বাংলা ছাড়াও বিহার, ওড়িশা, ত্রিপুরা, আসাম ও ঝাড়খণ্ড সব জায়গায় এই বই যায়।
হামি ২ পরিচালক শিবপ্রসাদ ও নন্দিতা জানালেন
আমরা বাচ্চাদের উৎসাহ দিতে এই উদ্যোগ নিয়েছি। ছোটরা যদি ছোটো থেকে বই পড়া, ড্রইং করা এই গুলো শেখে তার ফলে লেখাপড়ায় খুব অগ্রগতি লাভ করে।আমাদের হামি ২ নতুন ছবি
তে সেই বার্তা ই রয়েছে।