Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। স্বাধীনতা সংগ্ৰামী ক্ষেমানন্দ করণের ১৫৫তম জন্মদিবস উদযাপন ।।

খেজুরীতে দেশসেবক, প্রখ্যাত প্রজাহিতৈষী জমিদার, স্বাধীনতা সংগ্ৰামী ক্ষেমানন্দ করণের ১৫৫তম জন্মদিবস উদযাপন করা হয় শুক্রবার।


এদিন সকালে খেজুরীর ভাঙ্গণমারী গ্ৰামে ক্ষেমানন্দ করণের বাসগৃহে অবস্থিত স্মৃতি মন্দিরে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আয়োজক সংস্থার সম্পাদক সুমন নারায়ন বাকরা ও সহ: সম্পাদক সুদর্শন সেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ক্ষেমানন্দ করণের পৌত্রবধূ মনিকা করণ, কোয়েনা করণসহ করণ পরিবারের অন্যান্য সদস্য -সদস্যাগণ। এদিন বিকালে চালতাতল্যা বলাকা সংঘ পাঠাগারের সভাগৃহে ক্ষেমানন্দ বাবুর জন্মদিবস উদযাপন ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।



সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সভাপতি,খেজুরীর প্রাক্তন বিধায়ক ড. রামচন্দ্র মন্ডল। ক্ষেমানন্দ করণের জীবন ও স্বাধীনতা সংগ্ৰামে তাঁর অবদান নিয়ে আলোচনায় অংশগ্ৰহণ করেন সুমন নারায়ন বাকরা, সুভাষচন্দ্র মন্ডল, ফজলুল রহমান, অমিত মন্ডল প্রমুখ। উপস্থিত সকলেই এই বিস্মৃতপ্রায় স্বাধীনতা সংগ্ৰামীর জীবনকথা সকলের সম্মুখে তুলে ধরতে এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।


সংবাদপত্র সংগ্ৰাহক মধুসূদন জানার খেজুরী হেরিটেজ সংক্রান্ত সংবাদপত্রের অংশবিশেষ নিয়ে একটি প্রদর্শনী ছিল এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। সমগ্ৰ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সুদর্শন সেন।
প্রসঙ্গত, স্বাধীনতা সংগ্ৰামী ক্ষেমানন্দ করণের জন্ম খেজুরীর প্রত্যন্ত ভাঙ্গণমারী গ্ৰামে ১৮৬৮ খ্রীষ্টাব্দের ২৫ নভেম্বর। পিতার নাম নারায়ন প্রসাদ। ১৩১২ বঙ্গাব্দের ১২ কার্তিক অজানবাড়ী হাটে অনুষ্ঠিত খেজুরীর প্রথম বঙ্গভঙ্গ বিরোধী বিরাট ঐতিহাসিক সভার অন্যতম সংগঠক ছিলেন তিনি।


এছাড়াও, খেজুরীর বিভিন্ন জায়গায় বঙ্গভঙ্গ বিরোধী একাধিক সভা তিনি সংঘটিত করেছিলেন। খেজুরীর প্রথম যথার্থ ইতিহাসকার মহেন্দ্রনাথ করণ (১৮৮৬-১৯২৮) ছিলেন তাঁর পুত্র ও খেজুরীর প্রথম বিধায়ক , স্বাধীনতা সংগ্ৰামী কৌস্তভকান্তি করণ ( ১৯১৯-১৯৫৫ ) ছিলেন তাঁর পৌত্র। ক্ষেমানন্দ বাবু ১৯১০ খ্রীষ্টাব্দের ১২ জুলাই প্রয়াত হন মাত্র ৪২ বছর বয়সে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read