ডেঙ্গু প্রতিরোধে প্রতিদিন মশারি ব্যবহারের উপরে জোর দিতে বিনামূল্যে ২০০ জন দরিদ্র মানুষজনের মধ্যে মশারি বিতরণ করলেন কাথির রোটারি ক্লাব ।
ডেঙ্গু সচেতনতা নিয়ে বক্তব্য রাখেন ডাঃ অনুতোষ পট্টনায়ক এবং ডাঃ নন্দিতা পট্টনায়ক।
ডেঙ্গু প্রতিরোধে হাত পা ঢাকা জামাকাপড় পরা এবং প্রতিদিন মশারি ব্যবহারের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি প্রীত্যেশ কুমার দাস ,কৃষ্ণেন্দু মাইতি গৌতম রায় ।
এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য রিনা প্রধান,জয়দাস মুদ্রা, পুলক কুমার মাইতি দেবজ্যোতি দাস মনোজ সামন্ত প্রমূখ।
রোটারি ক্লাবের পাবলিক ইমেজ ডাইরেক্টর গৌতম রায় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন।
Author: ekhansangbad
Post Views: ৮১