Select Language

[gtranslate]
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

।। হিউম্যান রাইটসসচেতনতার সম্মেলন ।।

প্রদীপ কুমার সিংহ :- হিউম্যান রাইটস অর্গানাইজেশন অফ প্রটেকশনের একটি সম্মেলন হল রবিবার সকালে বারুইপুরে রেল গেটের কাছে।

এই সম্মেলনে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটসের রাজ্যের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিমাদ্রিশেখর রায়, দক্ষিণ ২৪ পরগনা শাখার সভাপতি নজরুল ইসলাম সরদার, দক্ষিণ 24 পরগনা প্রায় কুড়িটা ব্লকে প্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।


এই সংস্থা পশ্চিমবাংলায় প্রায় ১২ বছর কাজ করছে। আজকে এই সম্মেলন করার মূল উদ্দেশ্য হলো গ্রামের প্রান্তিক মানুষেরা যাতে প্রশাসনের সাহায্য পায় হাসপাতালে সাহায্য পায় বিভিন্ন পরিষেবা যাতে সাহায্য পায় তার জন্যই এই সম্মেলন।


কেন্দ্রীয় কমিটির সভাপতি বলে, এই জেলার মানুষকে মানবাধিকার আন্দোলনে সহযোগিতা করা। যারা এই জেলার মানবাধিকার কাজ করছে তাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেওয়া। গ্রামের প্রান্তিক মানুষরা যারা আইনের সাহায্য পায় না যারা মিডিয়ার সাহায্য পায় না তাদেরকে সুবিচার পাইয়ে দেওয়া একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য। এখন পশ্চিমবাংলায় দুর্নীতি ভরে গেছে সেই দুর্নীতি থেকে মানুষকে সুরাহা দেওয়া তাদের লক্ষ্য।


আজকের এই অনুষ্ঠানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রায় কুড়িটি ব্লাকে এই সংস্থার প্রতিনিধিরা তাদের সমস্যার কথা তুলে ধরেন।
মানুষের কাছে বেশী করে যেতে হবে যারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে।
এই সম্মেলন শুরু হয় সকাল ১১টা থেকে তা চলে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read