ইন্দ্রজিৎ আইচ :- নাগেরবাজার যশোররোড
ক্লাইভ হাউস এর কাছে ৫৫০ স্কোয়ার ফুটের একটি রেস্টুরেন্ট ” দা ফুড জংশন ” উদ্বোধন হলো।
এর উদ্বোধন করলেন অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় ও অভিনেতা ইন্দ্রজিৎ চক্রবর্তী।
তারা সকলেই এই হোটেলের খাবার খেয়ে খুব খুশি। তারা জানালেন ভালো সুস্বাদু নানা ধরনের খাবার খেতে খুব ভালোবাসেন।
আজ সাংবাদিক সন্মেলনে এই ফুড জংশন এর কর্ণধার এস এন আগরওয়াল জানালেন আমাদের এই রেষ্টুরেন্টের আর কোনো শাখা নেই। ৩৬ জন এক সাথে বসে খেতে পারবেন। যে কোনো পার্টি, জন্মদিন, বিয়ে, পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান করা যাবে। অন লাইন এ টেবিল বুকও করা যাবে। ৬ জন কুক রয়েছে এখানে। সব ধরনের খাবার এখানে পাওয়া যাবে বিভিন্ন দামে। রোজ খোলা থাকবে এই দা ফুড জংশন। সময়টা হলো বেলা ১২ টা থেকে রাত ১১ টা পর্যন্ত। আপনাদের সকলের আমন্ত্রণ রইলো।
Author: ekhansangbad
Post Views: ৯৯