এক মৎস্যজীবির রহস্য জনক ভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো।নিমাই বেরা নামের এই মৎস্যজীবিকে খুন করার অভিযোগ উঠেছে এক ট্রলার মালিক ও মাঝির বিরুদ্ধে।আরো অভিযোগ এই বিষয়ে অভিযোগ করতে গেলেও
জুনপুট কোষ্টাল থানার পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করেছে।
রামনগর থানার চাউল খোলা গ্রামের বাসিন্দা নিমাই বেরা(৪৫) ।কাঁথির বাসিন্দা সঞ্জয় মাইতির মা দয়াময়ী ট্রলারে মৎস্যজীবির কাজ করতো নিমাই।
নিমাইর পরিবারের অভিযোগ গত সোমবার মা দয়াময়ী ট্রলারের মাঝি বিশ্বনাথ বাটুল ও ম্যানেজার পল্লব গিরি এক প্রকার জোর করেই ট্রলারে কাজ করাতে নিয়ে গেছে। আরো জানা যাচ্ছে, ট্রলারের মালিক ও মাঝির থেকে কিছু টাকাও পেতেন এই মৎস্যজীবি।
পরিবারের অভিযোগ, ঐ ট্রলার টি গত সোমবার (২১/১১/২২) ফিসিং করতে যায়। ফিসিং শেষ করে বাড়ি ফেরে।ট্রলারের ১৩ জন মৎসজীবিদের মধ্যে ১২ জন ফিরলেও ফেরেনি নিমাই। এই মৎস্যজীবি বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা খোঁজ খবর নিয়ে জানতে পারে গত বুধবার(২৩/১১/২২)তারিখে অমাবস্যা সমুদ্র উত্তাল থাকার কারণে নিমাই ট্রলার থেকে সমুদ্রে পড়ে গেছে। কিন্তু এতবড় একটা ঘটনা ট্রলার মালিক বা মাঝি সহ অন্য কর্মীরা জানানোর সৎ ইচ্ছা এখন পর্যন্ত দেখায়নি নিখোঁজের পরিবারে।
সমগ্র বিষয় নিয়ে জুনপুট থানায় অভিযোগ করতে গেলে সেই অভিযোগ নেওয়া হয়নি বলেও জানাচ্ছেন নিখোঁজ ব্যাক্তির পরিবারের লোকেরা ।তাঁরা বলেন সমুদ্রে নিমাই পড়ে যাওয়ার পরে ঘটনাটা চেপে যাওয়ার পেছনে অন্য কোন কারন আছে ।